• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
জাতীয় স্মৃতিসৌধ-ছবি: সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

ভিভিআইপি ও ভিআইপিরা ১৬ ডিসেম্বর সকালে পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)  তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত দিবসটি উদযাপন উপলক্ষে সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

স্মৃতিসৌধে ওইদিন সাভারে জাতীয় পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
গণভোটে ‘হ্যাঁ’ দিলে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
সারাদেশে যৌথ সেনা অভিযানে গ্রেফতার ৩৩ অপরাধী
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল
শঙ্কা কাটিয়ে স্বাভাবিক সময়েই চলবে মেট্রোরেল-ডিএমটিসিএল