• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশা পাটখড়ির পালানে অগ্নিসংযোগ, নিঃস্ব ব্যবসায়ী

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
পাংশায় পাটখড়ির পাঠানে অগ্নিসংযোগ । ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় এক পাটখড়ি ব্যবসায়ীর পালানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০–৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ শেখ (৪৭)। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে নির্মাণাধীন পাংশা জুট মিলের ভেতরে এই ঘটনা ঘটে।

অগ্নিসংযোগের অভিযোগে মাসুদ শেখ পাংশা থানায় রকি (১৬) নামের এক যুবকসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত রকি কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামের রবি মাস্টারের ছেলে।

মাসুদ শেখ জানান, ঘটনার সময় তিনি মোটরসাইকেলে মাছপাড়া বাজারের ডাচ-বাংলা ব্যাংকে টাকা তুলতে যাচ্ছিলেন। এ সময় তিনি তিনজনকে তার পাটখড়ির পালানের ভিতর ঢুকতে দেখেন। ব্যাংক থেকে টাকা তুলে লক্ষ্মীপুরে পাটখড়ি কিনতে যাওয়ার পথে কিছুক্ষণ পর ফোনে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে এসে তিনি দেখেন চারটি পালানই দাউদাউ করে পুড়ছে।

তার ধারণা, বিকাল ৩টা ২৫ মিনিট থেকে ৩টা ৪০ মিনিটের মধ্যে রকি ও তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে। এর আগেও তাদের বহুবার নিষেধ করা হলেও তারা তা মানেনি বলে অভিযোগ করেন তিনি। আগুনে সব পাটখড়ি পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন বলেও জানান এই ব্যবসায়ী। দীর্ঘ প্রবাস জীবন শেষে তিনি পাটখড়ির ব্যবসায় নেমেছিলেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তে দায়ী ব্যক্তিদের শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এস, কে পাল সমীর/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
বাঁশখালীতে জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
ওসমান হাদি গুলিবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান