• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

২২ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

তানোর (রাজশাহী) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পি.এম.
শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টানা অভিযান-ছবি-ভিওডি বাংলা

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট বলে জানা গেছে, তবে পাঁচটি ইউনিটের টানা প্রচেষ্টায় এখন পর্যন্ত ৩০ ফুট পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

প্রথমে তিনটি এস্কেভেটর দিয়ে খননকাজ করা হয়। এরপর খনন করা গর্তের ভেতর থেকে উদ্ধারকারীরা সুড়ঙ্গ তৈরি করে সেই নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করছেন যেখানে শিশুটি পড়ে যায়। তবে পানি ও কাদার কারণে তারা প্রচণ্ডভাবে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটি যে নলকূপের গর্তে পড়েছে তার পাশেই এস্কেভেটরের মাধ্যমে ৩০ ফুটের বেশি গভীর খনন করা হয়েছে। সেখান থেকে সুড়ঙ্গ করে উদ্ধার দল শিশুটির অবস্থানে পৌঁছাতে চেষ্টা করছে। তিনি আরও বলেন, নলকূপের ওই গর্তের গভীরতা ১৫০-২০০ ফুট, তাই ভেতরের যেকোনো জায়গায় শিশু স্বাধীন আটকে থাকতে পারে।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। এরপর থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খড়ের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
বাঁশখালীতে জায়গার বিরোধ নিয়ে কবর থেকে লাশ তোলার হুমকির অভিযোগ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত পাঁচ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
ওসমান হাদি গুলিবিদ্ধ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান