• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন তুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম -ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে স্ট্যাটাসে লিখেছেন, এমন জরিপ নিরপেক্ষ নয়, বরং এটি একটি দলের অপরাধমূলক অতীতকে ধীরে ধীরে স্বাভাবিকীকরণ করতে পারে।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থাকা সময়ে ভয়-নির্ভর রাজনৈতিক কাঠামো তৈরি করেছে, যা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে। বিরোধী সমাবেশে হামলা, নিহত ও আহতের ঘটনা, রাস্তা দখল এবং আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ দেশের বিভিন্ন শহরে সাধারণ মানুষের জীবনকে আতঙ্কে আবদ্ধ করেছিল।

তিনি আরও বলেন, বিশ্লেষকরা মনে করেন, বর্তমান সরকার জনতার ভয়ের ওপরই ক্ষমতা ধরে রেখেছে। তবে জুলাই-আগস্টের দমন-পীড়ন আন্দোলন নতুন প্রজন্মের রাস্তায় নামার কারণে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

শফিকুল আলম প্রশ্ন তুলেছেন, এমন জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে দিতে পারে? ১০ বা ২০ শতাংশ সমর্থন পাওয়া কি সত্যিই অর্থবহ? তরুণ ছাত্র ফাইয়াজসহ বিপ্লবের শহীদের স্মৃতির প্রতি কি এটি অবমাননা নয়?

তিনি বলেন, ভবিষ্যতে জরিপ প্রয়োজন হলেও এর আগে আওয়ামী লীগ নেতৃত্বকে স্বচ্ছভাবে তাদের ইতিহাস স্বীকার করতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যথায়, এটি শহীদদের প্রতি অবমাননা হবে, যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছেন।

সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গণভোট প্রচারণার বিষয়ে জরুরি নির্দেশ
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪