• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতি ও সিইসির সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এ.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে আজ বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। তফসিল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকছে তফসিলের বিস্তারিত।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ব্যালটে থাকবে না নৌকা প্রতীক

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে এবার ব্যালট পেপারে থাকছে না নৌকা প্রতীক। নিবন্ধন বাতিল বা স্থগিত থাকা কোনো দলের প্রতীক ব্যালটে ব্যবহার করা যাবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচনী কমিশনার মাছউদ।

প্রবাসীরা প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন

এবারই প্রথমবারের মতো প্রবাসীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পাশাপাশি দেশের ভেতরে থাকা ভোটদায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কয়েদিরাও এই পদ্ধতিতে ভোট দেবেন। এছাড়া জোট করলে নিজ দলের প্রতীকের বাইরে অন্য প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না।

ভোটার পরিসংখ্যান ও ভোটের সময়

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশজুড়ে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

দেশে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিতে পারবে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫৬টি, যা ভোটের আগেই আরও বাড়তে পারে। আওয়ামী লীগ এবার ভোটের বাইরে, তবে জাতীয় পার্টির সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

আচরণবিধি ও নজরদারি

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরাতে হবে। না সরালে নির্বাচনি আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তফসিলের পর মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি