বুধবার উপদেষ্টা আসিফ মাহমুদের জরুরি সংবাদ সম্মেলন

সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে—আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন, এবং প্রার্থিতা ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদে থাকবেন কি না। এসব বিষয় ঘিরে জোর গুঞ্জন চলছিল। ধারণা করা হচ্ছে, বুধবারের সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগ–সংক্রান্ত অবস্থান স্পষ্ট করতে পারেন।
ভিওডি বাংলা/ আরিফ







