• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিইসি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক, তফসিল ঘোষণা হতে পারে

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
 
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ‍সুপ্রিম কোটে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘন্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারা। দেশের নির্বাচনী তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন সব নির্বাচন কমিশনার।

 বৈঠকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ম্যাজিস্ট্রেসি দায়িত্বে ৩০০ বিচারকের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন: তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

এর আগে, এদিন দুপুরে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে। তা প্রচারের লক্ষ্যে সিইসির ভাষণ আগামী ১০ ডিসেম্বর বিটিভি ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।
 
তিনি আরও বলেন, আগামীকাল বুধবার সন্ধ্যায় অথবা আগামী ১১ ডিসেম্বর বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

সিইসি বৈঠকের পর সাংবাদিকদের জানান, "আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে।" নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, তফসিল ঘোষণার জন্য ইসি ভাষণ চূড়ান্ত করেছে।  

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত তফসিল ঘোষণা করা হয়। সিইসি ও অন্যান্য কমিশনাররা আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের
নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী