• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পি.এম.
ভারতের কনসার্ন নিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না: হাসনাত আবদুল্লাহ-ছবি: সংগৃহীত

ভারতের কোনো কনসার্ন বা প্রভাবের ভিত্তিতে নয়, জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষীর জবানবন্দি উপস্থাপনের পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “মিডিয়া, ব্যুরোক্রেসি, সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করে বা ভারতের কনসার্ন নিয়ে আমরা কোনোভাবেই ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই জনগণের শক্তিতে ক্ষমতায় আসতে।”

এ সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন - আপনারা কি ক্ষমতায় যেতে চান না?

জবাবে হাসনাত বলেন, “অবশ্যই ক্ষমতায় যেতে চাই। কিন্তু কোনো আনহোলি নেক্সাস বা ম্যানেজমেন্টের মাধ্যমে নয়-জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের সঙ্গে আছি। জনগণ যদি মনে করে আমরা উপযুক্ত, তাদের ভোটেই আমরা ক্ষমতায় যেতে চাই।”

জবানবন্দি-সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই সারা দেশে চলমান বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিল ছাত্র-জনতা। সেদিন রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামে ছাত্রলীগ ওয়াসিমকে হত্যা করে। একই দিনে ছয়জন শিক্ষার্থী শহীদ হন।”

তিনি বলেন, পরদিন ১৭ জুলাই গায়েবানা জানাজা আয়োজন করতে গেলে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ আসে। সেদিন রাতেই তাকে বাসা থেকে তুলে পদ্মায় নিয়ে যাওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের জন্য নানা চাপ প্রয়োগ করা হয়। “মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে বলা হলেও আমরা তা প্রত্যাখ্যান করি।”

হাসনাত অভিযোগ করেন, “বৈঠক করাতে ব্যর্থ হয়ে রাতে আমাদের মৎস্য ভবনের সামনে একটি সেফ হাউসে নেওয়া হয়। সেখানে রাতভর জিজ্ঞাসাবাদ, চাপ প্রয়োগ, পরিবারকে হুমকি ও স্থানীয়ভাবে হয়রানি করা হয়।”

তিনি বলেন, “সকালে একজন কর্মকর্তা হুমকি দেন-আমরা যেন প্রকাশ্যে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেই, তাহলে ‘লাইফ সেটেল’ করে দেওয়া হবে। কিন্তু আমরা রাজি হইনি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
মাহদী আমিন: বিএনপি ক্ষমতায় এলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবেন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
ইশরাক হোসেন: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ
১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে
নাহিদ ইসলাম: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে জুলাই-হাদি হত্যার বিচার হবে