টপ নিউজ
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পি.এম.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মতপার্থক্যের কারণে চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যেন কখনো বৃথা না যায়। সেই ত্যাগের মর্যাদা রক্ষায় সবার ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো রচিত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদবিরোধী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড. মাহবুব উল্লাহ।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়। শহিদদের আত্মাহুতি রক্ষা করতে বিজয়কে সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, কিন্তু লক্ষ্য যেন অবিচল থাকে।”
ভিওডি বাংলা/জা







