খিলগাঁওয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদের নির্বাচনী মিছিলে জনতার ঢল

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে রাজধানীর খিলগাঁও এলাকা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলে দলে মিছিল নিয়ে আসতে থাকেন ঢাকা-৯ আসনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। প্রচারণার অংশ হিসেবে হাবিবুর রশিদ হাবিবকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যানার–ফেস্টুন, দলীয় স্লোগান আর মিছিলে চারপাশ হয়ে ওঠে সরগরম।
নেতাকর্মীদের উপস্থিতিতে খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা খিলগাঁওয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মান্দা ব্রিজ এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এসময় নেতাকর্মীরা বলেন, ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মাঝেও নির্বাচনী উত্তাপ বাড়তে দেখা গেছে। বিভিন্ন বয়সী মানুষ মিছিল ও প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী পরিবেশ আরও গতিময় করে তুলছেন।
ভিওডি বাংলা/জা







