• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তফসিল ঘোষণার তারিখ জানালেন নির্বাচন কমিশনার আব্দুর মাসউদ

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পি.এম.
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ -ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ ১০ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ জানান, তফসিল ঘোষণা আগামীকাল বুধবার সন্ধ্যায় বা সর্বোচ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) করা হতে পারে। তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশন তফসিল ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করবে এবং এতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মাসউদ আরও জানান, তফসিল ঘোষণার ভাষণ প্রচারের জন্য ইসি সচিবালয় ইতোমধ্যে বিটিভি ও বেতারকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। সিইসি তার রেকর্ডকৃত ভাষণের মাধ্যমেই জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করবেন।

ইসি সূত্র জানায়, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর সিইসির রেকর্ডেড ভাষণ ওইদিন সন্ধ্যায় প্রচার করা হতে পারে। তবে কোনো কারণে বুধবার ঘোষণা সম্ভব না হলে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পরিচালনার বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের
নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী