• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে দুর্নীতিবাজদের বর্জনের আহ্বান দুদক চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

আসন্ন জাতীয় নির্বাচনে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বর্জন করলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

দুদক চেয়ারম্যান বলেন, “আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজদের বাদ দিয়ে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। ভোটাররা এসব অসাধু ব্যক্তিকে প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটা কমে আসবে।”

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির বিস্তার থাকায় এটি সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ পরিস্থিতি মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তার ভাষায়, “দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব। কিন্তু দুর্নীতি বিরোধীদের একদিনের উদ্যোগেই তাদের লাগাম টানা সম্ভব।”

২০০৩ সালে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। আনকাক সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ দিনটি পালন করে। এবারের প্রতিপাদ্য-“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা।”

রাজধানীসহ দেশের ৮টি বিভাগ, ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় এ দিবসটি বড় পরিসরে উদযাপিত হচ্ছে। পাশাপাশি সব সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিওগুলোতেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

দুদকের পাশাপাশি টিআইবিসহ বিভিন্ন সংস্থাও দিবসটি উপলক্ষে আলাদা কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে, যদিও সরকারিভাবে দিবসটি উদযাপন শুরু হয় ২০১৭ সালে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণার তারিখ জানালেন নির্বাচন কমিশনার আব্দুর মাসউদ
তফসিল ঘোষণার তারিখ জানালেন নির্বাচন কমিশনার আব্দুর মাসউদ
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
আরেকজন রোকেয়া সৃষ্টি করতে না পারা আমাদের দুর্ভাগ্য: প্রধান উপদেষ্টা
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী
বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী