• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পি.এম.
অভিনেতা ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবর। সংগৃহীত ছবি

দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার, সমর্থক এবং নেটিজেনদের পাশাপাশি অভিনেতা ওমর সানীও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান।

সম্প্রতি এক পডকাস্টে উপস্থাপকের প্রশ্নে ওমর সানীর সেই মন্তব্য প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ওমর সানী ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’। ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন তিনি। যদিও কথার শেষ দিকে ‘আই লাভ হিম’ বলে নিজের অবস্থান নরম করার চেষ্টা করেন গায়ক। তবে এসব মন্তব্য ভালভাবে নেননি ওমর সানী।

সোমবার (৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় আসিফকে কড়া জবাব দেন ওমর সানী। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু ও টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছে—এটা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর, আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমাকে নিয়ে যা খুশি বল, ফুটবল বা চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।”

ভিডিও বার্তার এক পর্যায়ে গায়ককে উদ্দেশ করে তিনি বলেন, “হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।”

ওমর সানী বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছেন—এ সম্মান ধরে রাখ।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগদানের খবর প্রকাশ করলেন অর্জুন রামপাল
বাগদানের খবর প্রকাশ করলেন অর্জুন রামপাল
মেয়ের অনুপ্রেরণায় বদলে গেল বাঁধনের জীবনধারা
মেয়ের অনুপ্রেরণায় বদলে গেল বাঁধনের জীবনধারা
‘আমি অভিনয়ই করতে পারি না’—নিজেকে নিয়ে সালমান
‘আমি অভিনয়ই করতে পারি না’—নিজেকে নিয়ে সালমান