• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুলের স্মৃতিচারণা

‘৮৮ সালে আমার প্রতীক ছিল সাইকেল’

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ছাত্রজীবনের রাজনীতি, স্বাধীনতা-উত্তর সংগ্রাম ও প্রথম নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে ফেসবুকে দিয়েছেন এক স্মৃতিচারণমূলক পোস্ট। সেখানে তিনি জানিয়েছেন—১৯৮৮ সালের পৌরসভা নির্বাচনে তাঁর প্রতীক ছিল ‘সাইকেল’।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি ছাত্রজীবনে রাজনীতি করেছি, ১৯৬৯ সালের আন্দোলনে ছিলাম সরাসরি জড়িত। আমার পরিবার রাজনীতি করলেও নিজের যোগ্যতায় নিজের জায়গা নিজে করে নিতে চেয়েছি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশেও শুরু রুট লেভেল থেকে।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের ওয়াহিদ নামে এক পরিচিত ব্যক্তির একটি ফেসবুক স্ট্যাটাস তাঁর পুরোনো স্মৃতি জাগিয়ে দেয়। আজ ঠাকুরগাঁওয়ের ওয়াহিদের স্ট্যাটাস দেখে মনে পড়েছে সে দিনগুলো। ওয়াহিদ তখন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ে। সরকারি চাকরি ছেড়ে ঠাকুরগাঁও পৌরসভার সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠাকুরগাঁর পৌরসভার উন্নয়নের জন্য পৌর চেয়ারম্যান হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম এবং আল্লাহর রহমতে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম।

মির্জা ফখরুলের পোস্টে তাঁর প্রথম নির্বাচনী প্রতীক নিয়েও স্মৃতিচারণ আসে। তিনি লেখেন, ওয়াহিদকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। ১৯৮৮-এর পৌরসভার নির্বাচনে আমার মার্কা ছিল সাইকেল।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় প্রথম নির্বাচনের সেই প্রতীক আজও যেন তাঁর কাছে বিশেষ এক স্মৃতি—ফেসবুক পোস্টে এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
নীলা ইসরাফিল হান্নান মাসউদ বেড়ার ঘর থেকে গুলশানের আলিশানে
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার