• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তার বদলি

ভিওডি বাংলা ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পি.এম.
বাংলাদেশ পুলিশ। সংগৃহীত ছবি

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, যিনি ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অন্য আদেশে আরও ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। তবে নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হবে তা বলার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই।”

উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনের পরিবেশ উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সব ধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।”

ভিওডি বাঙলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি