বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বাকৃবি) নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মধ্যে নতুন ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। নবীন নিরাপত্তাকর্মীদের আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম প্রদান এবং দায়িত্ব পালনে উৎসাহিত করতে এই বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
রোববার (৭ ডিসেম্বর) বাকৃবির নিরাপত্তা শাখা কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোঃ মোশাররফ উদ্দীন ভূঞা, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মুনীর হোসেন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, এস্টেট অফিসার জনাব হাবিব মোহাম্মদ সাইফুর রহমান, চিফ সিকিউরিটি অফিসার ইনচার্জ জনাব মো. নজমুল ইসলামসহ বিভিন্ন জোন ইনচার্জ এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া নবনিযুক্ত নিরাপত্তা রক্ষীদের হাতে ইউনিফর্ম তুলে দেন এবং সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ রক্ষা করতে প্রত্যেক নিরাপত্তা কর্মীর আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম দায়িত্ব পালনের সময় পূর্ণাঙ্গ ইউনিফর্ম, লাঠি ও বাঁশিসহ উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরেন। তিনি ইউনিফর্ম সংগ্রহ ও বিতরণে সার্বিক সহযোগিতার জন্য উপাচার্যকে ধন্যবাদ জানান। নতুন ইউনিফর্ম নিরাপত্তা রক্ষীদের কাজের প্রতি আরও মনোযোগী করবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সকলে আশা ব্যাক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ







