• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছেলের জন্যই লড়াই, ক্যানসারের বিরুদ্ধে দীপিকা কক্কর

বিনোদন ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পি.এম.
অভিনেত্রী দীপিকা কক্কর-ছবি: সংগৃহীত

একজন অভিনেত্রীর জন্য ক্যামেরার সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা স্বাভাবিক। তবে বর্তমানে এসব নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। তার এখন একমাত্র লক্ষ্য-যেকোনো মূল্যে নিজের একমাত্র ছেলের জন্য সুস্থ হয়ে ওঠা।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে অভিনেত্রী রশ্মি দেশাইকে নিয়ে এক আলাপচারিতায় দীপিকা জানান ব্যক্তিজীবনের কঠিন অধ্যায়-ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াই। চিকিৎসার প্রভাবে চুল ঝরে যাওয়া, দ্রুত ওজন বৃদ্ধি-এসব কিছুই তাকে আর বিচলিত করে না।

ক্যানসারে আক্রান্ত হওয়ার মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, “প্রথম যখন জানলাম আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল।” চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় প্রথমবার সন্তানকে সঙ্গে নিতে না পারায় তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। মাত্র এক বছরের শিশুটি মাকে না পেয়ে অঝোরে কেঁদেছিল-আর সে দৃশ্য দেখে হৃদয় ভেঙে গিয়েছিল দীপিকার।

স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত ছিলেন। পরে স্বামী-স্ত্রী মিলে সিদ্ধান্ত নেন-শরীরে যত বড় রোগই হোক, দীপিকাকে সুস্থ হতেই হবে। বর্তমানে সে সংকল্প নিয়েই চলছে তার চিকিৎসা। অসুস্থতার এ কঠিন লড়াইয়ে পরিবারও পাশে রয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার
ইন্ডিগো ফ্লাইট বিভ্রাট: কিরণ রাওসহ যাত্রীরা ১১ ঘণ্টা আটকা
ইন্ডিগো ফ্লাইট বিভ্রাট: কিরণ রাওসহ যাত্রীরা ১১ ঘণ্টা আটকা