প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক

রাজনীতি ও বিনোদন জগতের দু'টি আলোচিত নাম-কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন পপ সেনসেশন কেটি পেরি। দীর্ঘদিন ধরে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন থাকলেও এবার সেই আলোচনা পেল আনুষ্ঠানিক স্বীকৃতি। জাপান সফরে গিয়ে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছেন এই দুই তারকা।
সম্প্রতি ট্রুডো ও কেটি পেরি জাপান সফর করেন। সেখানে জাপানের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ট্রুডোর সঙ্গী হিসেবে ছিলেন কেটি পেরি। এভাবেই প্রথমবারের মতো তাদের সম্পর্কের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।
দু'জনকে ঘিরে আলোচনার পারদ আরও চড়িয়েছে কেটি পেরির সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একগুচ্ছ ছবি। সফরের বিভিন্ন মুহূর্তে ট্রুডোর সঙ্গে তাকে বেশ ঘনিষ্ঠ দেখা গেছে। এক ছবিতে দেখা যায়, দু'জন গালে গাল ঠেকিয়ে সেলফি তুলছেন; অন্য এক ফ্রেমে তাদের নিভৃতে খাবার উপভোগ করতে দেখা গেছে।
ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল-ছবিগুলোর ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। তার এই ক্যাপশন এবং ঘনিষ্ঠ ছবিগুলো বুঝিয়ে দিয়েছে, এই সফর কেবল ভ্রমণ নয়, বরং সম্পর্কের গভীরতা উদযাপনের।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত এক বছর ধরে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেলেও, জাপান সফর ও এই ছবিগুলোর মাধ্যমে গুঞ্জন এবার বাস্তবে পরিণত হলো।
ভিওডি বাংলা/জা







