গোয়ার নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২৩

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) রোববার (৭ ডিসেম্বর) ভোরে গোয়া মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বরাত দিয়ে এ তথ্য জানায়।
পিটিআই জানায়, শনিবার মধ্যরাতে আরপোরা এলাকার একটি ক্লাবে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্লাবের কর্মচারীসহ বেশ কয়েকজন পর্যটকের প্রাণহানি ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিকদের তিনি জানান, দগ্ধ হয়ে তিনজন এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন ছিলেন পর্যটক।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে বলা হয়, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত ঘটে বলে পুলিশ ধারণা করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের বেশিরভাগই ক্লাবের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







