• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলাস্কা-কানাডা সীমান্তে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতের এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.০, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের একটি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে এই শক্তিশালী কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভে ১০ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পরপরই বেশ কয়েকটি ছোট আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামির আশঙ্কা নেই। হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, তারা ভূমিকম্প নিয়ে দুটি জরুরি কল পেয়েছে।

কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি মূলত পাহাড়ি ও জনবসতিহীন অঞ্চল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলল পাকিস্তানের সেনাবাহিনী
বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
দক্ষিণ আফ্রিকায় হোস্টেল: বন্দুকধারীদের হামলায় নিহত ১১, আহত অর্ধশতাধিক
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’
ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যা: মৃত ১ হাজার ৮শ’