• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ এ.এম.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতি। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসছে না। ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রার পরিকল্পনা এক দিন পিছিয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “কারিগরি ত্রুটির কারণে আজ এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। সব ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।”

তিনি আরও জানান, বিমান কখন উড়াল দেবে তা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ ফ্লাই করবেন,” যোগ করেন বিএনপি মহাসচিব।

গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খালেদা জিয়ার সম্ভাব্য লন্ডন যাত্রা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছিল। তবে শুক্রবার সকালে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানায়-যাত্রা পরিকল্পনায় পরিবর্তন এসেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে