• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে ঢাকায় পৌঁছাবে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক    ৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পি.এম.
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবে।

বিকালে (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “কাতারের আমির তার ব্যক্তিগত উদ্যোগে অত্যাধুনিক একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন। আজ রাতের মধ্যেই এটি ঢাকায় এসে পৌঁছাবে এবং খুব ভোরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবে।”

তিনি আরও জানান, যাত্রার জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল থাকবে।

ফখরুল বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সটিতে অত্যাধুনিক সব সুবিধা রয়েছে, অপারেশন থিয়েটারসহ জরুরি প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।”
তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

এছাড়া তিনি জানান, দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শেই খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ
নারায়ণগঞ্জ-৫ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ
ওসমান হাদির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত আজ
ওসমান হাদির চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত আজ