• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।’
 
এর আগে দুপুরে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনও ট্রাভেল পাস চাননি, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।
 
আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব
শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা