• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসিতে সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদল। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ইসির নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি, ইইউর পর্যবেক্ষণ কার্যক্রম এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইসির সঙ্গে এর আগেও একাধিকবার বৈঠক করেছে ইইউ। তারা জানিয়েছে, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সে লক্ষ্যে প্রায় ১৫০ সদস্যের একটি পর্যবেক্ষক দল নির্বাচনী তফসিল ঘোষণার পর ধাপে ধাপে বাংলাদেশে আসবে।

এ ছাড়া নির্বাচন ব্যবস্থাপনা জোরদারে নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেওয়ারও ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
সৌদি প্রবাসীদের জন্য বিশেষ বিমানসুবিধা
জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”
মাহফুজ আলম: জামায়াত ও আওয়ামী লীগ হলো “মুদ্রার এপিঠ-ওপিঠ”