• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ

ক্যাম্পাস প্রতিনিধি    ১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ (সোমবার, ১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে এ র‌্যালি শুরু হবে। 

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।

সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের নেতৃত্বে র‌্যালি শুরু হবে এবং টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে।

স্মৃতি চিরন্তনে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস ভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হবে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন