• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম জিয়ার আরোগ্য কামনা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৯:৪৯ পি.এম.
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে ইশরাক হোসেন।। ছবি: ভিওডি বাংলা

দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বেগম জিয়ার আরোগ্য কামনা করেছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। একটি নতুন, সুখী, সমৃদ্ধ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশবাসী মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি।  দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।

রোববার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহবায়ক মুকিতুল আহসান রঞ্জু আয়োজনে বিএনপি'র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

কথা বলছেন ইশরাক হোসেন।

ইশরাক বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। ওনার জন্যে আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া চাই তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 

তিনি বলেন, ইতিপূর্বেও এই ধরনের পরিস্থিতি থেকে মহান আল্লাহ তালা তাঁকে ফিরিয়ে এনেছেন। মহান আল্লাহতায়ালা এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেন।

ইশরাক হোসেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশে আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি সবাইকে ঐক্যবদ্ধ করে একটি নতুন, সুখী, সমৃদ্ধ, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। তাই আমরা আমাদের প্রয়োজনে মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি। আপনারাও দোয়া করবেন। যেন দেশনেত্রী, গণতন্ত্রের মাতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। 

ওয়ারী থানার সভাপতি হাজি লিয়াকত আলী, ওয়ারী থানা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক সাব্বির আহমেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ন আহবায়ক  মুকিতুল  আহসান রঞ্জু সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
৩ দলকে ‘না’ বলতে হবে: গোলাম পরওয়ার
জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
রেজাউল করীম: জামায়াত গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করছে
সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন
আসিফ মাহমুদ সজীব: সরকারি বাসা ছাড়া নিয়ে যে তথ্য দিলেন