• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ঘরে ঘরে যাও, দোয়া চাও’—খালেদা জিয়ার বার্তা জানালেন এসএম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পি.এম.
খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল। সংগৃহীত ছবি

ঢাকা-১৮ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “২৩ নভেম্বর রাতে ম্যাডাম যখন মেডিক্যালে যান, তখন আমি তাকে সালাম জানিয়ে কুশল বিনিময় করি। তিনি আমাকে বলেন—সাধারণ মানুষের ঘরে ঘরে যাও, তাদের পাশে দাঁড়াও, আমার জন্য দোয়া করতে বলো।” তাঁর এমন বক্তব্যে উপস্থিত হাজারো নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে ওঠেন।

শনিবার বিকেলে আজমপুর নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এসএম জাহাঙ্গীরের নেতৃত্বে এতে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল।

এসময় তিনি বলেন, “শেখ হাসিনার সময়ে আমাদের নেত্রী নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি জনগণকে ছেড়ে যাননি। দেশের পটপরিবর্তনের পর দেশনেত্রীর প্রতি মানুষের যে উদারতা, সম্মান ও ভালোবাসা দেখেছি—তার জন্য আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞ।”

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের মানুষ ও আন্তর্জাতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ‘সর্বোচ্চ সম্মান’ পেয়েছেন।

দোয়া মাহফিলকে ঘিরে ঢাকা-১৮ আসনের প্রতিটি থানা ও ওয়ার্ডে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। বিভিন্ন স্থানে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচিও পালন করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়