• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘গেজেট ওহীর বাণী নয়, আগে গণভোট’ : গোলাম পরওয়ার

রাজশাহী ব্যুরো    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পি.এম.
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

রোববার (৩০ নভেম্বর) রাজশাহী মাদরাসা ময়দানে ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ দাবি তুলে ধরেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। তাই সরকারকে আগে গণভোটের তারিখ নির্ধারণের আহ্বান জানান তিনি।

তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে উত্তরাঞ্চলের ত্যাগ ও ভূমিকার ভিত্তিতে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৮ দলীয় জোট অভিন্ন ৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, যা সারা দেশে নতুন জাগরণ সৃষ্টি করেছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যক্তির পরামর্শে একই দিনে নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারের গেজেট কোনো ওহীর বাণী নয়—প্রয়োজনে তা সংশোধন করতে হবে।’ জুলাই সনদের সাংবিধানিক সংস্কারগুলোর বিস্তারিত প্রকাশ না করাকে তিনি জনগণের জানার অধিকার লঙ্ঘন বলেও অভিযোগ করেন।

নির্বাচনের আগে প্রশাসনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ৮ দলীয় জোটের সভা-সমাবেশে হামলার ঘটনা ঘটছে। আদালত এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, আইন-শৃঙ্খলার পরিস্থিতি নাজুক; এ অবস্থায় নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জ।

গোলাম পরওয়ার গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে দুর্নীতি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির পরিবর্তনের পথ সুগম হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের শুভেচ্ছা বার্তাও পাঠ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
জামায়াতের প্রার্থী ইসলামের ডিকশনারিতে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
বালিগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের
ধানের শীষে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান তারেক রহমানের