• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের অবরোধ

ইবি প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়ক অবরোধ করেন তারা। এ কর্মসূচিতে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো সংহতি জানিয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।

এতে দীর্ঘ পাঁচ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়। বিকাল ৪টার দিকে দুই জেলার কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত রাখেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘ বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়া ও ঝিনাইদহ পর্যন্ত মহাসড়কের বড় অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও যাত্রীরা মৃত্যু ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করছেন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।’

এদিকে সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রীরা। তারা জানান, সড়কের অবস্থা আসলেই বেহাল। তবে রাস্তা আটকে দিলে দূরের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়টিও বিবেচনায় আনা উচিত।

সর্বশেষ বিকালে কুষ্টিয়া ঝিনাইদহ জেলার সড়ক উপবিভাগ প্রকৌশলী জিয়া উদ্দিন, কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসানুল কবির, নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, শৈলকূপা উপজেলার এসিল্যান্ড এস এম সিরাজুল সালেহীন সরেজমিনে উপস্থিত ছিলেন। তারা আশ্বস্ত করে বলেন, ‘আগামীকাল (১ ডিসেম্বর) থেকে দুই মালবাহী ট্রাক নিয়ে কাজ শুরু করে দিব। কুষ্টিয়াতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা সড়কের যে অংশগুলা সমস্যা সেখানে নতুন করে পিচ এবং ইট দিয়ে সংস্কার করে দিব। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন