• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:০৫ পি.এম.
খালেদা জিয়া ও ডিপজল-ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার দ্রুত আরোগ্যের জন্য দলমত নির্বিশেষে দেশজুড়ে দোয়া প্রার্থনা চলছে। এই তালিকায় রয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামও।

গতকাল (২৯ নভেম্বর) শনিবার নিজের ফেসবুকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান ডিপজল। তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া ও নতুন শক্তির প্রেরণা।”

ডিপজলের এই পোস্টে নেটিজেনরা একমত প্রকাশ করেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি