খালেদা জিয়ার সুস্থতা কামনায়
মধ্যরাতে অসহায়দের খাবার বিতরণ ছাত্রদল নেতার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং সুস্থতার জন্য অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা। শুক্রবার গভীর রাতে প্রায় এক'শ অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন তিতুমীর কলেজের এ ছাত্রনেতা।
সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা। তিনি আপোষহীন নেত্রী। সারা দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। দেশ এবং দেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন। মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।
উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। গতকাল তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে দেখতে হাসপাতালে যান বিএনপি জ্যেষ্ঠ নেতারা।
ভিওডি বাংলা/ এমএইচ






