• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদাবাজ-খুনিদের ক্ষমতায় দেখতে চায় না মানুষ: জাহিদুল

নিজস্ব প্রতিবেদক    ২৮ নভেম্বর ২০২৫, ০১:৪১ পি.এম.
জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “চাঁদাবাজ-খুনিদের আর ক্ষমতায় দেখতে চায় না মানুষ।” 

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম শান্তসহ হাজার হাজার ছাত্র-জনতা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন স্বপ্নের দিকে এগিয়ে নিয়েছেন। তবে পুরনো ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি এই স্বপ্ন নষ্টের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, “যেই দল বাংলাদেশের সংস্কার চায় না, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না, যারা গত দেড় বছরে ২০০-এর বেশি মানুষ হত্যা করেছে, চাঁদাবাজি ও নারী নির্যাতনে লিপ্ত হয়েছে-বাংলাদেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।”

শিবির সভাপতি ১৯৭৭ সাল থেকে ছাত্রশিবিরের ওপর চলা দমন-নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন, “শত শত কর্মী হত্যা ও গুম করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, ক্রসফায়ারে হত্যা হয়েছে। জুলাই-আগস্টের পরও আমাদের সাতজন ভাইকে ফেরত পাওয়া যায়নি। অসংখ্য ভাইয়ের হাত কাটা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে।”

বিদেশি প্রভাব নিয়ে সতর্ক করে তিনি বলেন, “দিল্লি, পিন্ডি বা লন্ডনে বসে বাংলাদেশ পরিচালনার স্বপ্ন দেখবেন না। যারা সৎ সাহসী, তারা নিরপেক্ষ ও অবাধ নির্বাচনে অংশ নিক।”

জাহিদুল ইসলাম দেশের অপার সম্ভাবনা তুলে ধরে বলেন, “বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সি-রিজ ও বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়েছে। নদীমাতৃক দেশটিকে পর্যটনের কেন্দ্রবিন্দু করা সম্ভব। তবে মেধা পাচার রোধ করতে আগামী সরকারকে কাজ করতে হবে।”

তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নারীদের ভূমিকার প্রশংসা করে বলেন, “মা-বোনরা রাস্তায় নেমে খাবার বিতরণ করেছেন। তাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।”

শিবির সভাপতি শেষ পর্যন্ত বলেন, “ছাত্রশিবির কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। আমরা ন্যায়-ইনসাফ ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেব। যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক, আমরা তাদের পাশে দাঁড়াব।”

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে
মির্জা আব্বাস: বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে প্রতিহত করা হবে