• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইবিএ দিয়ে আজ শুরু ঢাবির ভর্তিযুদ্ধ

ক্যাম্পাস প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মাধ্যমে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
 
চলতি বছরের ভর্তি আবেদন শুরু হয়েছিল গত ২৯ অক্টোবর এবং শেষ হয়েছে ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ১২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে আইবিএ ইউনিটে রয়েছে ১২০টি আসন, যার বিপরীতে আবেদন করেছে ১১ হাজারের বেশি ভর্তিচ্ছু। এতে প্রতিযোগিতা হবে আরও তীব্র প্রতি আসনের বিপরীতে লড়বে প্রায় ৯০ জন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন