• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চার অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

নিজস্ব প্রতিবেদক    ২৭ নভেম্বর ২০২৫, ০৮:০৯ পি.এম.
প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুমোদিত খসড়াগুলো হলো—

দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ-২০২৫, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অধ্যাদেশ-২০২৫, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ (সংশোধন)-২০২৫।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নতুন দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশে কমিশনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়মিত সম্পদের হিসাব দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।

রাজউক বিষয়ক অধ্যাদেশ নিয়ে তিনি বলেন, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনার লক্ষ্যে রাজউকের মতো একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ গঠনের সম্ভাবনা পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

দুদক অধ্যাদেশ সংশোধন প্রসঙ্গে তিনি আরও জানান, কমিশন গঠনে বাছাই কমিটি রাখার পূর্বের সুপারিশ বাদ দেওয়া হয়েছে। কারণ—বাছাই কমিটি নিজেই অনিয়ম বা দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে। নতুন কাঠামো অনুসারে কমিশনে পাঁচজন কমিশনার থাকবেন, যার মধ্যে অন্তত একজনের তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি