• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-ছবি: সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

বার্তায় তিনি বলেন, ‘কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সবার বেদনার। সরকার পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।’

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। পানি সংকট ও যানজটের কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগে। প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন
হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন
বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ
বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া শেষ
স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আজ
পিলখানা ট্র্যাজেডি: স্বাধীন তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আজ