• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রোগ্রাম চাইলে পুরুষ বাউলরা বিছানায় ডাকে : হাসিনা সরকার

   ২৫ নভেম্বর ২০২৫, ১০:৩০ পি.এম.
বাউল শিল্পী হাসিনা সরকার। সংগৃহীত ছবি

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিলেন বাউল শিল্পী আবুল সরকার। তাঁর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসল্লিরা দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। অভিযোগের পর বিষয়টি তদন্তে নেয় পুলিশ, এবং গত বৃহস্পতিবার ভোরে ডিবি পুলিশ মাদারীপুর থেকে তাঁকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এর মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে আরেক বাউল শিল্পী হাসিনা সরকার বক্তব্যকে ঘিরে। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন—নারী বাউল শিল্পীরা “বিছানায় না গেলে” তাদের কোনো অনুষ্ঠানে ডাকা হয় না। তিনি নিজেও একই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন বলে দাবি করেন, যদিও কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

হাসিনা সরকার জানান, নানা শিল্পীর কাছে তিনি প্রোগ্রামের অনুরোধ করতেন। তখন অনেকে ইঙ্গিত দিতেন—রাত ১২টার দিকে ফোন দিলে ‘সমাধান’ পাওয়া যাবে। বিষয়টি পরিষ্কার করে জানতে চাইলে তারা বলেন, “এটাও কি ভেঙে বলতে হবে?”
তিনি বলেন, “আমি তখনই বলেছি—মাফও চাই, দোয়াও চাই; কিন্তু ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নিতে চাই না। এটাকে বাউল গান বলা যায় না।”

তার মতে, বাউল অঙ্গনে এখন এমন পরিবেশ তৈরি হয়েছে যে নারী শিল্পীদের অনুষ্ঠান পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হয়। তিনি আরও বলেন, “আমাকে ডাকুক বা না ডাকুক—তাতে কিছু যায় আসে না।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট
বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট
নতুন করে আইনি জটিলতায় শিল্পা শেঠি
নতুন করে আইনি জটিলতায় শিল্পা শেঠি
লাল শাড়িতে রাজকীয় বধূরূপে সাদিয়া আয়মান
লাল শাড়িতে রাজকীয় বধূরূপে সাদিয়া আয়মান