• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বারবার পিছিয়ে যাওয়া ‘পিনিক’ সিনেমা আসছে আগামী রোজার ঈদে

বিনোদন ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০২:২৪ পি.এম.
আদর আজাদ ও শবনম বুবলী-ছবি: সংগৃহীত

আদর আজাদ ও শবনম বুবলীর অভিনীত ‘পিনিক’ ছবিটি শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছিল। ২০২৪ সালের শেষ দিকে শুটিং শুরু হওয়ার সময় নির্মাতা-প্রযোজক জানিয়েছিলেন, ছবিটি এ বছরের রোজার ঈদে মুক্তি পাবে।

কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনায় বড় পরিবর্তন আসে। রোজার ঈদ না হলে কোরবানির ঈদ, তারপর দুর্গাপূজার সম্ভাবনা বিবেচনা করা হলেও ছবিটি কোনোটিতেই মুক্তি পায়নি।

অবশেষে নির্মাতা জাহিদ জুয়েল নিশ্চিত করেছেন, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে ‘পিনিক’। তিনি বলেন, “একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য সময় নেওয়া হয়েছে। আমরা চাইছিলাম প্রতিটি ফ্রেমই নিখুঁতভাবে ফুটে উঠুক। তাই তাড়াহুড়া করিনি। আশা করি, আগামী রোজার ঈদে দর্শকরা ‘পিনিক’ উপভোগ করবেন।”

সিনেমার প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক শিমুল খানও ছবিতে অভিনয় করেছেন। তিনি জানান, পুরো ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছিল, তবে একটি গানের শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তি বিলম্ব হয়।

শিমুল খান বলেন, “গানের শুটিংয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। প্রাথমিকভাবে দুই-তিন মাস আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নায়িকা বুবলী তখন দেশের বাইরে ছিলেন। পরে পোস্ট-প্রোডাকশনে সময় নেওয়া হয়েছে যাতে কোনো অংশে কমতি না থাকে।”

‘পিনিক’ রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এক বিশেষ সিনেমা। নির্মাতা জাহিদ জুয়েল বলেন, “আমাদের দেশে বিভিন্ন ঘরানার ছবি হচ্ছে-অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স। কিন্তু ‘পিনিক’-এ আমরা সব ঘরানার স্বাদ একসাথে আনতে চেয়েছি। দর্শক কখনও রহস্যে ডুবে যাবে, কখনও থ্রিল অনুভব করবে, আবার কোথাও আবেগের ছোঁয়াও পাবে। পুরো গল্পই শক্তিশালী, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে।”

আদর আজাদ ও শবনম বুবলীর সঙ্গে আরও আছেন-আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ ও এ কে আজাদ। প্রযোজনা সূত্র জানিয়েছে, ছবিটির প্রচারণা শীঘ্রই শুরু হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
নাজিয়া হক অর্ষা: চাকরির অনিশ্চয়তায় শিক্ষিত তরুণদের টিকটক-ডলার আয় স্বাভাবিক
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
রাফসান সাবাব: এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি
মৌসুমীর সঙ্গে বিয়ের গুজব, হাসান জাহাঙ্গীরের আইনি হুঁশিয়ারি