• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দীর্ঘ অনুপস্থিতির অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত

ইবি প্রতিনিধি    ২৫ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহকে গবেষণা ছুটি শেষে বিনা অনুমতিতে দীর্ঘ অনুপস্থিত থাকার অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। 

সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ড. বিকাশ চন্দ্র আমেরিকার “Old Dominion University”-এর অধীন পোস্ট ডক্টোরাল গবেষণার জন্য প্রাপ্ত ছুটি শেষে যোগদান না করে ১০ জুন ২০২৩ থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত শিক্ষাছুটির মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তবে আবেদনটি স্ট্যান্ডিং কমিটির ১৮৮তম সভায় উপস্থাপিত হলে তা বিবেচিত হয়নি। পরে তাকে কর্মস্থলে যোগদান করতে বলা হলেও তিনি যোগদান না করে পুনরায় দ্বিতীয় মেয়াদে শিক্ষাছুটির আবেদন করেন। সেই আবেদনটিও স্ট্যান্ডিং কমিটির ১৯৬ তম সভায় বিবেচিত হয়নি। পরে তাকে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিলে তিনি যোগদান না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

পরবর্তীতে সিন্ডিকেটের ২৬৭ তম (সাধারণ) সভার সিদ্ধান্ত অনুযায়ী তার অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শান্তির ধরণ নির্ধারণের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১ তম (সাধারণ) সভার ১২৬ নং সিদ্ধান্ত মোতাবেক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ-এর বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির চরম লঙ্ঘন হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(এইচ) ধারা মোতাবেক তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১) (এফ) ধারা মোতাবেক গত ১০ জুন, ২০২৩ তারিখ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে অপসারণ (Dismissal from Service) করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইবিএ দিয়ে আজ শুরু ঢাবির ভর্তিযুদ্ধ
আইবিএ দিয়ে আজ শুরু ঢাবির ভর্তিযুদ্ধ
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
ইবিতে গ্রীন ভয়েসের পরিচ্ছন্নতা অভিযান
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন
ঢাবির বিজয় একাত্তর হলে আগুন