• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনে প্রার্থী দেবে।

তিনি আরও জানান, কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের বাইরে একটি নতুন জোট দেখতে পাবে দেশের মানুষ, যারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। এই অ্যালায়েন্স সংস্কার, নারী অধিকার, আলেম-ওলামাদের সহায়তা এবং দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেবে।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তার দাবি, এই শক্তিগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করতে চায়।

তিনি রাজনৈতিক দলগুলোকে প্রশাসন ভাগাভাগির মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।

এর আগে দু’দিনব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
মির্জা আব্বাস: ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
সিরাজগঞ্জে জনসভার মঞ্চে তারেক রহমান
জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়
তারেক রহমান: জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয় সম্ভব নয়