• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিলিয়ন সিট উঁচু হয় কেন?

ভিওডি বাংলা ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পি.এম.
মোটরসাইকেল। সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে জনপ্রিয় যানবাহনের তালিকায় মোটরসাইকেল সবসময়ই শীর্ষে। স্পোর্টস বাইক থেকে শুরু করে প্রতিদিনের কমিউটার—সব ধরনের মোটরসাইকেলের ডিজাইনে একটি মিল দেখা যায়: পিলিয়ন সিট সাধারণত রাইডারের সিটের তুলনায় একটু উঁচুতে থাকে। এতে অনেকের বসতে অসুবিধা হলেও নির্মাতারা কেন এমন ডিজাইন বেছে নেন, তা অনেকেই জানেন না।

মোটরসাইকেল ডিজাইনের বিবর্তন

মোটরসাইকেলের শুরুর ডিজাইনে ছিল মাত্র একটি সিট, সেটিও সাইকেল সিটের মতো ছোট। কারণ তখনকার মোটরসাইকেল ছিল মূলত ‘মোটর লাগানো সাইকেল’। পরবর্তীতে মোটরসাইকেল স্বতন্ত্র যান হিসেবে বিকশিত হওয়ায় ডিজাইনেও পরিবর্তন আসে, যুক্ত হয় বড় সিট ও পিলিয়ন সিট।

পিলিয়ন সিট উঁচু হওয়ার কারণ

আধুনিক মোটরসাইকেল দৈনন্দিন ভ্রমণকে আরামদায়ক ও নিরাপদ করতে ডিজাইন করা হয়। সেই ডিজাইনে পিলিয়ন সিট উঁচু রাখার পিছনে কয়েকটি প্রযুক্তিগত ও নিরাপত্তাগত কারণ রয়েছে।

  • ওজন বণ্টন ও ভারসাম্য:
    উঁচু পিলিয়ন সিট যাত্রীর ওজনকে বাইকের মাধ্যাকর্ষণ কেন্দ্রের কাছাকাছি রাখে। এতে সামনে- পেছনের চাকার মধ্যে ওজন সুষমভাবে বণ্টিত হয়, যা বাইকের সামগ্রিক ভারসাম্য উন্নত করে এবং নিয়ন্ত্রণ সহজ করে। দ্রুতগতিতে চলার সময়ও স্থিতিশীলতা বাড়ে।
  • হাওয়ার চাপ কমানো:
    উঁচুতে বসা যাত্রী স্বাভাবিকভাবেই সামান্য সামনে ঝুঁকে থাকেন। এতে বাতাসের ধাক্কা কম লাগে এবং যাত্রা হয় আরও মসৃণ।
  • আরাম ও সুরক্ষা:
    উঁচু সিটের কারণে পেছনের আরোহী রাইডারের পিছনে আরও ভালোভাবে সুরক্ষিত থাকেন। এ অবস্থানে ধুলা, বাতাস ও কম্পনের প্রভাবও কম পড়ে। পাশাপাশি সাসপেনশনও বেশি কার্যকরভাবে কাজ করে, ফলে ধাক্কা কম অনুভূত হয়।

সব মিলিয়ে, আরাম, নিরাপত্তা এবং বাইকের স্থিতিশীলতা বিবেচনায় নির্মাতারা পিলিয়ন সিটকে রাইডার সিটের তুলনায় উঁচু রাখেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
গুগল জিমেইলে নতুন এআই সহকারী ‘জেমিনি’ যুক্ত
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
ফেব্রুয়ারিতে আসতে পারে গুগল পিক্সেল ১০এ
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে
৫০ বছর পর নাসা চাঁদে মানুষ পাঠাচ্ছে