• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার আরও প্রোপার ডিফেন্স দরকার: আইনজীবী পান্না

আদালত প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পি.এম.
আইনজীবী জেড আই পান্না। ছবি-সংগৃহীত

গুম-খুনের মামলায় শেখ হাসিনার প্রোপার ডিফেন্স দরকার বলে মনে করেন এই মামলায় তার পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী জেড আই পান্না। রোববার (২৩ নভেম্বর) গুম ও খুনের মামলায় শেখ হাসিনার পক্ষে নিয়োগ পাওয়ার পরে এ মন্তব্য করেন তিনি। 

সাংবাদিকদের সামনে পান্না বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধ করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমার মনে হয়েছে, তার কন্যা শেখ হাসিনার আরো প্রোপার ডিফেন্স দরকার।’

আজ দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার গুম-খুনের মামলায় আসামির পক্ষে আইনজীবী হিসেবে জেড আই পান্নাকে নিয়োগ দেন।

শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুই মামলার একটির অভিযোগ গঠনের শুনানি ৩ ডিসেম্বর ও অন্যটির ৭ ডিসেম্বর।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি