• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার বাতাস আবারও ‘খুব অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৩ এ.এম.
বায়ুদূষণে ঢাকার আকাশ আবারও ঘন ধোঁয়ায় ঢাকা -ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে বায়ুদূষণ, আর সেই তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে মেগাসিটি ঢাকা। শীত মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়-প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় উপরের দিকেই থাকে রাজধানীর নাম।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুমানের সূচক (AQI) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ২০৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় এদিন ঢাকার অবস্থান চতুর্থ।

অন্যদিকে, ৪১৬ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় স্থানে কলকাতা (৩৩৬) এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (২২৭)।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া, উন্মুক্ত নির্মাণসাইটের ধুলোসহ একাধিক কারণকে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ও গর্ভবতীদের জন্য ঝুঁকি আরও বেশি।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “ঢাকার বায়ু দূষণ দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। ইদানিং নির্মাণকাজও বড় উৎস হিসেবে যুক্ত হয়েছে। সরকারি-বেসরকারি উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় মান বজায় রাখা হচ্ছে না; অধিকাংশ কাজই উন্মুক্তভাবে চলছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’; বাংলাদেশে প্রভাব নেই
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’; বাংলাদেশে প্রভাব নেই
বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প
বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প
রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা
রাজধানীতে বাড়ছে শীতের তীব্রতা