• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থী তুহিনের নির্বাচনী গণমিছিল

পাবনা প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পি.এম.
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাবনা-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেল চাটমোহরের পৌর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি চাটমোহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুরচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌর বাসস্ট্যান্ডে জড়ো হোন। ব্যানার ফেস্টুন ও নেচে গেয়ে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। মিছিলে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। পরে ৫টার দিকে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।

হাসান জাফির তুহিন বলেন, আমি কৃষকদের কেন্দ্রীয় সভাপতি, ফলে কেন্দ্রীয় নেতা হিসেবে দেশ নায়ক তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়েছে। আমি পাবনারই সন্তান, ফলে বহিরাগত প্রশ্নই আসে না। আর যারা বিএনপিকে ভালোবাসে, জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে তারা আমার পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করছে। আজকে সাধারণ মানুষের এই ঢল তার প্রমাণ।

গণমিছিলে পাবনা-৩  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফরিদপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আরিফা সুলতানা রুমাসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব সহ সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ শামসুল আলম/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
মির্জা ফখরুল রাজনীতি করি মানুষের শান্তি ও উন্নয়নের জন্য
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা