• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত : জামায়াত আমির

চট্টগ্রাম প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৭:২০ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি-ফাইল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নাই। এটা তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, তা না হলে সংকট তৈরি হবে। কোনো সংকট হতে দেওয়া হবে না।’

শনিবার (২২ নভেম্বর) বিকাল হেলিকপ্টারযোগে ঝালকাঠি থেকে চট্টগ্রামের চকবাজারের প্যারেড মাঠে নেমে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘চব্বিশের এই সুযোগকে হারাতে চাই না। ষোলো আনা ব্যবহার করতে চাই। তবে কোনো দলের জন্য নয়, জাতির জন্য। এর আগেও সুযোগ এসেছে, সেই সুযোগ হারিয়েছি—দেশ মুখ থুবড়ে পড়েছে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত, তবে নির্বাচন নিয়ে অনেকগুলো দল ও শক্তির সাথে সমঝোতা হবে।’ 

এসময় তিনি শঙ্কা জানিয়ে বলেন, ‘নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে হবে।’

ক্ষমতায় গেলেও পিআর বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আর টপ প্রয়োরিটি হবে মাজাভাঙা শিক্ষব্যবস্থাকে ঢেলে সাজানো।’
 
দলের আমিরকে স্বাগত জানাতে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে ডা. শফিকুর রহমান নগরীর ফিরোজশাহ এলাকায় একটি মাদ্রাসার বার্ষিক সম্মেলনে যোগ দেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে
বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে উঠেছে
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি
ধানমন্ডি ৩২-এ টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি
জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল: মির্জা আব্বাস
জামায়াতে ইসলামী একাত্তরে স্বাধীনতাবিরোধী ছিল: মির্জা আব্বাস