• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পতিত স্বৈরশাসক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে : আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৬:০৪ পি.এম.
বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস। ছবি: ভিওডি বাংলা

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের বেহাল দশা। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিলো লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করারই এদের মূল উদ্দেশ্য ছিলো।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আফরোজা আব্বাস বলেন, এই এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখদুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মত সবসময় আপনাদের পাশে থাকবো।

মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মো. মাইনুল ইসলাম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
হাদির গুলিবিদ্ধ হওয়া বিচ্ছিন্ন নয়, বিচার চাই: আখতার
পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব
নাহিদ ইসলাম পুলিশ ব্যর্থ হলে জনগণকে নিয়েই প্রতিরোধ করব
প্রাণীপ্রেম মানবতারই অংশ: রিজভী
প্রাণীপ্রেম মানবতারই অংশ: রিজভী