• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পি.এম.
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগ -পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাতের তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে তাকে স্বাগত জানান। পরে ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।

ঢাকায় পৌঁছে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তোবগে ও অধ্যাপক ইউনূসের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজেও তিনি অংশ নেবেন।

ভিওডি বাংলা/জা   
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
ডিজিটালাইজেশনে দুর্নীতি-ভোগান্তি কমেছে: আসিফ নজরুল
ডিজিটালাইজেশনে দুর্নীতি-ভোগান্তি কমেছে: আসিফ নজরুল
নিরাপত্তা শঙ্কায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ
নিরাপত্তা শঙ্কায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ