• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানি মেলিসা নির্বাচিত

ক্যাম্পাস প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
জাবির রাজা আকাশ সরকার-রানি মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)-ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা–রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে রাজা হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আকাশ সরকার এবং রানি হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)।

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বরসংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম ফলাফল ঘোষণা করেন।

৪৫তম ব্যাচের মোট ভোটার সংখ্যা ছিল ৪৪৫। এর মধ্যে সশরীরে ভোট দিয়েছেন ৩৮৮ জন এবং অনলাইনে ভোট দিয়েছেন ৫৭ জন। রাজা পদে মোট ৪২৭টি ভোট কাস্ট হয়। আকাশ সরকার সর্বোচ্চ ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পান ১৮৩ ভোট। অন্যদিকে রানি পদে মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা) ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পান ১৩৯ ভোট।

সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের জনপ্রিয় একটি ঐতিহ্য এই রাজা–রানি নির্বাচন। শিক্ষার্থীদের মধ্যে প্রতি বছরই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি।

নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক হাসান নাঈম বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দিন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যান্সার আক্রান্ত সাবেক ইবি শিক্ষার্থীর পাশে প্লেয়ার্স এসোসিয়েশন
ক্যান্সার আক্রান্ত সাবেক ইবি শিক্ষার্থীর পাশে প্লেয়ার্স এসোসিয়েশন
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
বাকৃবিতে নতুন নিরাপত্তা রক্ষীদের আনুষ্ঠানিক ইউনিফর্ম হস্তান্তর
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন