• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে খালেদা জিয়া সেখানে পৌছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল জানান, সেনাকুঞ্জে পৌছানোর পর অনুষ্ঠান শুরুর আগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এর আগে মেডিকেল বোর্ড-এর পরামর্শ অনুযায়ী সেনাকুঞ্জে যাওয়ার উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা করেন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্হায়ী কমিটি সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডাঃ শাহাবুদ্দিন তালুকদার, পরিবারের সদস্যদের মধ্যে নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব
শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে: হাবিব
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
নির্বাচন কার্যক্রম পরিচালনায় বিএনপির নতুন কার্যালয়
বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা