• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূমিকম্পের ৪ ঘণ্টা পার:

ইট আর মাটিতে চাপা পড়ে নিভল ৬ প্রাণ, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক    ২১ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পি.এম.
ছবি: সংগৃহীত

ভূমিকম্পের চার ঘণ্টা পার হতে না হতেই দেশজুড়ে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পে আহত হয়েছেন শতাধিক মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৭।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। এ সময় বিভিন্ন জায়গায় দেয়াল ধস ও ফাটলের ঘটনা ঘটে।

দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, ঢাকায় অন্তত তিনজনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের সব হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি মেডিকেল টিম কাজ করছে। পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি মনিটর করছে।

ঢাকার মৃতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফিউল ইসলামের। অন্যান্য দু’জনের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া ঢাকার বাইরে নরসিংদীতে দু’জন এবং নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। নরসিংদীর গাবতলীতে বাড়ির দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। পলাশে মাটির দেয়াল ধসে একজন বৃদ্ধা এবং রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা (১) নামে আরও এক শিশু প্রাণ হারায়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নিহত এবং ১০ জন আহত ভর্তি হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ১০ জন আহত ভর্তি হয়েছেন। গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে আরও ১০ জনকে। নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত, এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢামেকে রেফার করা হয়েছে। পাশাপাশি ১০০ বেডের হাসপাতালে আরও ১০ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে গাজীপুরের শ্রীপুরে কারখানায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ির ডেনিমেক কারখানা ও নগরীর ইটাহাটা এলাকার কোস্ট টু কোস্ট কারখানায় ভবন দুলতে শুরু করলে শ্রমিকরা দ্রুত নিচে নামতে গিয়ে পদদলিত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করা হয়।

ভূমিকম্পের পর গাজীপুর মহানগরীর টঙ্গী, জয়দেবপুরসহ বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কে চাপ বৃদ্ধি পায়, কলড্রপ ও সংযোগ অস্থিরতা দেখা দেয়।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, বড় কোনো কাঠামোগত ক্ষতির খবর না মিললেও আতঙ্কে নামতে গিয়ে শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
যৌথ অভিযান: সারা দেশে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি
বাংলাদেশ নির্বাচিত হলো জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি