ইবিতে দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও আইনি সচেতনতামূলক প্ল্যাটফর্ম ‘ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি’ (LAES)-এর উদ্যোগে ‚দলিল ও খতিয়ান বিষয়ক কর্মশালার’ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইআইইআর ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভূমি-সংক্রান্ত নথিপত্র সম্পর্কে বাস্তব জ্ঞান ও প্রাথমিক আইনি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করেন সংগঠনটি।
কর্মশালায় সংগঠনটির সভাপতি মো. তুহিন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আল মুহিত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাঈমুর রহমান সুজন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল আল মুহিত বলেন, ‘বর্তমান সময়ে ভূমি-সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার ঘটনা বৃদ্ধি পাওয়ায় দলিল-কেন্দ্রিক প্রাথমিক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শিক্ষার্থীরা যদি এখন থেকেই দলিল, খতিয়ান ও অন্যান্য নথিপত্র যাচাইয়ের মৌলিক দক্ষতা অর্জন করে, তাহলে ভবিষ্যতে তারা সমাজ ও রাষ্ট্রে সচেতন আইনজীবী, গবেষক ও পেশাজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। LAES-এর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনজ্ঞান বৃদ্ধিতে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন মিশুক শাহরিয়ার এবং সাকিব আল হাসান। তারা দলিল ও খতিয়ান চেনার পদ্ধতি, ভুয়া দলিল সনাক্তকরণের কৌশল এবং ভূমি সংক্রান্ত মৌলিক নথিপত্র বিশ্লেষণের বাস্তব দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি মো. তুহিন বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আইনি সচেতনতা বৃদ্ধি ও বাস্তবমুখী দক্ষতা উন্নয়নে আগামীতেও প্রতিশ্রুতিবদ্ধ।’
ভিওডি বাংলা/ এমএইচ





